দুশো কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আসছেন মালদায়
top of page

দুশো কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আসছেন মালদায়

কথা ছিল দুই দিনাজপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী৷ মালদাতে রাত্রিবাস করলেও এই জেলায় তাঁর কোনও কর্মসূচি ছিলনা৷ ফলে নিশ্চিন্তে ছিল জেলা প্রশাসন৷ কিন্তু হঠাৎ মাথায় বাজ পড়ার মতো সিএমও দপ্তর থেকে চিঠি এসে পৌঁছোয় জেলা প্রশাসনে৷ আগামী ১৯ তারিখ মুর্শিদাবাদ থেকে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী মালদায় আসছেন৷ সেদিন তিনি সভা থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের হাতে সুবিধে তুলে দেবেন৷ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি৷ পরদিন তিনি মালদা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন৷


সিএমও দপ্তর থেকে সেই চিঠি আসার পরেই ত্রাহিরব উঠেছে প্রশাসনিক মহলে৷ সকাল থেকে রাত পর্যন্ত শুরু হয়েছে দফায় দফায় বৈঠক৷ চলছে বিভিন্ন প্রকল্পের কাজকর্মের বিশ্লেষণ৷ ঠিক হয়েছে, সোমবার বিকেলে মালদায় শহরের ডিএসএ ময়দানে প্রকাশ্য সভা করবেন মুখ্যমন্ত্রী৷ পরদিন সকালে মালদা কলেজ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ তাই এই মুহূর্তে জেলা প্রশাসনের অন্দরমহলে চলছে পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি।


প্রায় ২২৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও প্রায় প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী


একই ছবি জেলা পুলিশ প্রশাসনেও৷ সেখানে আবার সংখ্যাতত্বের হিসাব মেলাতে ব্যস্ত পুলিশকর্তারা৷ দুষ্কৃতীদের ক্রিয়াকলাপে মালদা জেলা রাজ্যের মধ্যে প্রথম সারি্তে৷ ফলে আগে কী ছিল, এখন কী পরিস্থিতি, তার হিসাব তৈরির কাজ চলছে৷ পাশাপাশি রয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়ও৷ নিরাপত্তার নকশা তৈরির কাজ শুরু হয়ে গেলেও তা এখনও প্রকাশ্যে আসেনি৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে মালদায় আসার কোনও কথাই ছিল না মুখ্যমন্ত্রীর৷ প্রথমে জানা ছিল, মুর্শিদাবাদ সফর সেরে তিনি দক্ষিণ দিনাজপুর যাবেন৷ সেখান থেকে মালদায় রাত্রিবাস করে যাবেন উত্তর দিনাজপুরে৷ সেখান থেকেই কলকাতা ফিরবেন তিনি৷ তাহলে হঠাৎ তিনি মালদায় আসতে এত আগ্রহী কেন?

তৃণমূল সূত্রে খবর, সম্প্রতি পুরাতন মালদায় দলের বুথভিত্তিক কর্মী সম্মেলনে বিপুল সংখ্যায় নেতা-কর্মীদের উপস্থিতি চাগিয়ে দিয়েছে শাসকদলের রাজ্য নেতৃত্বকে৷ মালদা জেলায় তৃণমূলের তেমন কোনও প্রভাব এখনও প্রতিষ্ঠিত হয়নি৷ কিন্তু সেদিনের উপস্থিতি দেখে সুব্রত বকশি, শুভেন্দু অধিকারীর মতো দুঁদে নেতারা বুঝে যান, কংগ্রেসের গড় এই জেলাতেও রাজনৈতিক মেরুর বদল হচ্ছে৷ সেকথা তাঁরা দলনেত্রীকে জানান৷ সূত্রের খবর, তারপরেই এই জেলা সফরের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মুখে তিনি আরও একবার মালদাবাসীর কাছে নিজের ভূমিকার কথা তুলে ধরতে চান৷ ফলে এই সফরে তিনি মালদা জেলার জন্য ঝাঁপি উপুড় করে দিতে পারেন বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল৷

এদিকে এদিন থেকেই মুখ্যমন্ত্রীর সভাস্থল নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই সভা থেকেই সোমবার প্রায় ২২৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও প্রায় প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ সভা সেরে তিনি রাত্রিবাস করবেন পুরাতন মালদার সাহাপুরে অবস্থিত পাওয়ার গ্রিডের অতিথি আবাস গৌড় ভবনে৷ পরদিন সকালে তিনি মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে প্রশাসনিক বৈঠক করবেন৷ সেখান থেকেই তিনি রওয়ানা দেবেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের উদ্দেশ্যে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page