তৃণমূলের চক্রান্তের বিরুদ্ধে সরব কংগ্রেস
top of page

তৃণমূলের চক্রান্তের বিরুদ্ধে সরব কংগ্রেস

আসন্ন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে মানসিক লড়াই। প্রথম থেকেই প্রস্তুত থাকতে চাই সকলে। এই পরিস্থিতিতে তৃণমূলের চক্রান্তের বিরুদ্ধে সরব কংগ্রেস। এমনটাই শোনা যাচ্ছে মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের মুখে। এদিন উত্তর মালদার সাংসদ তথা কংগ্রেস সভানেত্রী ও কয়েকজন কংগ্রেসি বিধায়ক পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তৃণমূলের চক্রান্তের কথা জানান। এদিন মৌসমের সঙ্গে ছিলেন বিধায়ক মোত্তাকিন আলম, অর্জুন হালদার, ইশা খান চৌধুরি, আলবেরুণি জুলকারনাইন, সাবিনা ইয়াসমিন, মোস্তাক আলম, কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা সহ অন্যান্যরা৷


পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমকে মৌসম জানান, বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা এদিন পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন৷ পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তাঁরা লক্ষ্য করছেন, জেলার বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের ভয় দেখানো কিংবা মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত চলছে৷ কংগ্রেস কর্মীদের সরাসরি বলা হচ্ছে, তাদের তৃণমূল করতে হবে৷ তাঁরা এদিন পুলিশ সুপারকে আগাম এসব খবর জানিয়েছেন৷ তাছাড়া আরও কিছু সমস্যা জেলার প্রতিটি এলাকায় দেখা দিয়েছে৷ ট্র্যাক্টর কিংবা লরি চালকদের বিভিন্ন থানা এলাকায় ধরা হচ্ছে৷ থানা থেকেই তাদের বলা হচ্ছে, তাদের তৃণমূল করতে হবে৷ বেআইনি কাজ করলে পুলিশ নিশ্চয়ই এসব ট্র্যাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে৷ কিন্তু তৃণমূল করার প্রশ্ন আসবে কেন? তৃণমূল কর্মীদের ট্র্যাক্টরের ক্ষেত্রে কিন্তু এসব হচ্ছে না৷ যা হচ্ছে, কংগ্রেসিদের ক্ষেত্রে৷ পুলিশ সুপার তাঁদের আশ্বাস দিয়েছেন, এসব নিয়ে সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন৷

মৌসম আরো বলেন, সম্প্রতি তাঁরা শুনতে পাচ্ছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে হবিবপুর ও বামনগোলা ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় হতে শুরু করেছে কেএলও৷ গত পঞ্চায়েত নির্বাচনের আগেও তারা ওই এলাকায় সক্রিয় হয়ে উঠেছিল৷ সেই ভোটের আগে হবিবপুর থানা এলাকায় এক বিজেপি প্রার্থীকে খুন করা হয়েছিল৷ সেই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল ওই জঙ্গি সংগঠনের৷ তাদের উদ্দেশ্য, যে কোনও উপায়ে পঞ্চায়েত ভোট বিঘ্নিত করা৷ কিছু কিছু থানার কিছু কিছু পুলিশকর্মী অবশ্যই সরাসরি তৃণমূলের হয়ে ময়দানে লড়ছেন৷ তাঁরা চান, পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে হোক৷ মানুষ নিজেদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করুন৷ সেকথাই এদিন তাঁরা পুলিশ সুপারকে জানিয়েছেন৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


ভিডিয়োঃ ক্রিতাঙ্ক

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page