বিজেপি নেতাকে আক্রমণ ইংরেজবাজারে
মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও আক্রান্ত হলেন এক বিজেপি নেতা৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার আনন্দপুর গ্রামে৷ ওই গ্রাম্য বিজেপি নেতা রাতেই গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে এই ঘটনায় জড়িতদের এখনও চিহ্নিত করা যায়নি৷ ঘটনার প্রেক্ষিতে জেলা জুড়ে সমস্ত সমাজবিরোধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব৷
বিজেপির জেলা সাধারণ সম্পাদক মানবেন্দ্র চক্রবর্তী বলেন, এবার মালদা জেলায় মনোনয়নের ক্ষেত্রে তাঁরা দ্বিতীয় স্থানে রয়েছেন৷ গোটা জেলাতেই বিজেপির দিকে ঝুঁকছেন সবাই৷ এমনকি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেও তাঁরা ভালো সাড়া পাচ্ছেন৷
আক্রান্ত বিজেপি নেতার নাম বীরেন মণ্ডল৷ বয়স প্রায় ৭০৷ বাড়ি ইংরেজবাজারের সামানুর কলোনি এলাকায়৷ মিলকি এলাকায় ভালো রাজনৈতিক সংগঠক হিসাবেই তিনি পরিচিত৷ তাঁর অভিযোগ, গতকাল মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষ হয়ে যাওয়ার পর তিনি দলীয় কর্মীদের সঙ্গে আনন্দপুর বাসস্ট্যান্ডে দলের কার্যালয়ের সামনে নির্বাচন নিয়ে কথা বলছিলেন৷ সেই সময় অতর্কিতে দলবল নিয়ে তাঁর উপর লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে এলাকারই যুবক রাজকুমার ঘোষ৷ সেই দলের আরও একজনকে তিনি চিনতে পেরেছেন৷ তার নাম অচিন্ত্য ঘোষ৷ তারা তাঁকে লোহার রড দিয়ে বেদম মারতে থাকে৷ তাঁর ডান পা ও ডান হাতে গুরুতর আঘাত লাগে৷ রক্ত ঝরতে থাকে৷ শেষ পর্যন্ত স্থানীয় মানুষজন রাজকুমারদের হাত থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয় মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান৷ তিনি দলের জেলা নেতৃত্বকে খবর দিলে তাঁদের সহযোগিতায় তিনি গভীর রাতে ইংরেজবাজার থানায় গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন৷
এপ্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মানবেন্দ্র চক্রবর্তী বলেন, এবার মালদা জেলায় মনোনয়নের ক্ষেত্রে তাঁরা দ্বিতীয় স্থানে রয়েছেন৷ গোটা জেলাতেই বিজেপির দিকে ঝুঁকছেন সবাই৷ এমনকি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেও তাঁরা ভালো সাড়া পাচ্ছেন৷ বীরেনবাবু তাঁদের দলের দক্ষ সংগঠক৷ মিলকি এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে৷ সম্ভবত সেকারণেই তাঁর উপর এই আক্রমণের ঘটনা ঘটল৷ রাজকুমার ঘোষ কোন দল করে তা তিনি সঠিক জানেন না৷ তবে বিজেপি বিরোধীরাই যে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত৷ তাঁরা পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখছেন৷ গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তাঁদের আশা, পুলিশ এই ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেবে৷ তবে তাঁরা চান, যেহেতু এখন নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, তাই সমস্ত সমাজবিরোধীদের গ্রেফতার করে ভোট শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখা হোক৷
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে রাজকুমার ঘোষ ও তার দলবলের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ তবে তাদের এখনও খোঁজ পাওয়া যায়নি৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments