মালদা জেলায় যথেষ্ট ভালো ফল করবে বিজেপিঃ মুকুল
top of page

মালদা জেলায় যথেষ্ট ভালো ফল করবে বিজেপিঃ মুকুল

‘নির্বাচন কমিশন নয়, পঞ্চায়েত ভোটকে পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ক্যাডারদের দিয়ে ভোট করানোর ছক কষেছেন তিনি৷’ বুধবার দলীয় কর্মসূচিতে মালদায় এসে এই ভাষাতেই তৃণমূল সুপ্রিমোর দিকে তোপ দাগলেন বিজেপি নেতা মুকুল রায়৷


পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এদিন ভোরে মালদায় আসেন মুকুলবাবু৷ মানিকচক, বামনগোলা, কালিয়াচক ৩, ১৬ মাইল, ইংরেজবাজার সহ পুরাতন মালদার দলীয় প্রার্থীদের প্রচারে যাবেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুকুলবাবু বলেন, মানুষের রায়ে পঞ্চায়েত ভোটে পরাজিত হবেন জেনে এই ভোটকে প্রহসনে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মানুষ বিভ্রান্ত৷ একবার তিনি বললেন ১, ৩, ৫ মে পঞ্চায়েত নির্বাচন৷ পরে আবার তিনিই বললেন ১৪ মে ভোট হবে ৷ এর মধ্যে এমন কী পরিস্থিতি হল যাতে ভোটকে একদিনে নিয়ে যেতে হবে? শুধু মনোনয়ন প্রক্রিয়াতেই ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সর্বকালীন রেকর্ড তৈরি করেছে তৃণমূল কংগ্রেস৷ আরও বড়ো বিষয়, ভোটে নিরাপত্তার ব্যবস্থা ঠিক না করেই নির্বাচনের দিন ঠিক করা হয়েছে৷ কোনও বুথে একজন সশস্ত্র পুলিশ, নাকি দু’জন, নাকি কোনও পুলিশই থাকবে না, সেসব কিছুই এখনও ঠিক হয়নি৷ নির্বাচন কমিশন নামেই৷ সমস্ত ব্যবস্থা পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই নির্বাচন গ্রামীণ মানুষের ভবিষ্যত৷ কেন্দ্র থেকে যে প্রকল্পগুলি আসে, তা রূপায়িত হয় পঞ্চায়েতের মাধ্যমে৷ ফলে গ্রাম বাংলার ক্ষেত্রে পঞ্চায়েতের বিশাল ভূমিকা রয়েছে৷ সেটাই অস্বীকার করতে চাইছে রাজ্য সরকার৷

মুকুলবাবু জানান, আজ তিনি ভোট প্রচারে এসেছেন৷ কিন্তু এখনও তিনি সঠিকভাবে বলতে পারবেন না ভোট ১৪ মে হবে৷ আবার সেদিন যে ভোট হবে না তাও তিনি বলতে পারবেন না৷ আগামী ৪ মে এনিয়ে আদালত রায় ঘোষণা করবে৷ এমন একটি পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী রাজ্য সরকার, দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মনোনয়ন পর্বে তাঁরা দেখেছেন, বিডিও কিংবা এসডিও অফিসের সামনে থেকে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন কেড়ে নেওয়া হল৷ এবার তাঁদের আশঙ্কা, সাধারণ মানুষ ভোট দিতে পারবেন তো! তবে ভোট একদফা, দু’দফা কিংবা যত দফায় হোক না কেন, তিনি চান সুষ্ঠু নির্বাচন৷ সুষ্ঠু ভোট করানোর ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের৷ তাতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হলে হবে৷ রাজ্য বলছে, তাদের হাতে নাকি পর্যাপ্ত বাহিনী রয়েছে৷ সিভিক দিয়ে কিছুতেই ভোট করানো যাবে না৷ তার চেষ্টা অবশ্য চলছে৷ ক্যাডারদের দিয়ে ভোট পরিচালনার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ফেলেছেন৷ তবে মানুষকে সঙ্গে নিয়ে গণ প্রতিরোধ করা ছাড়া তাঁদের অন্য কোনও উপায় নেই৷

জেলায় বিজেপির ফলাফল নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এবারের ভোটে মালদা জেলায় যথেষ্ট ভালো ফল করবে বিজেপি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page