top of page

কংগ্রেস ছেড়ে তৃণমূলের পাল্লা ভারী করতে চলেছেন নরেন্দ্রনাথ

"প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ আবু বরকত আতাউল গনি খান চৌধুরির স্বপ্নগুলিকে পূরণ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়"- এই স্লোগান তুলে আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন ইংরেজবাজার পুরসভার বিরোধী কাউন্সিলার তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ তেওয়ারি ওরফে নন্দু তেওয়ারি।


কংগ্রেস ছেড়ে তৃণমূলের পাল্লা ভারী করতে চলেছেন নরেন্দ্রনাথ

একদা প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু বরকত আতাউল গনি খান চৌধুরির ছায়াসঙ্গী ছিলেন নরেন্দ্র নাথ তেওয়ারি। গণিখান চৌধুরির হাত ধরেই তাঁর রাজনীতিতে প্রবেশ। বহু দিন ধরে তিনি মালদা জেলা কংগ্রেসের একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে কাজ করেছেন । কিন্তু বিগত দিনে জাতীয় কংগ্রেসের করুন পরিস্থিতি দেখে ধীরে ধীরে অনেকেই কংগ্রেস দল ত্যাগ করেছেন। এবার সেই দলবদলের ধারায় নতুন নাম উঠে এলো নরেন্দ্র নাথ তিওয়ারির। বর্তমানে নরেন্দ্রবাবু নিজে ইংরেজবাজার পুরসভার ২২ নং ওয়ার্ডের ও তাঁর স্ত্রী অঞ্জু তেওয়ারি ২৬ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার। নন্দুবাবু ও তাঁর স্ত্রীর তৃণমূল কংগ্রেসে যোগ দেবার ফলে ইংরেজবাজার শহরে কংগ্রেস দলের নেতৃত্ব শূন্য হয়ে পড়বে।

কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগ দেওয়া সম্পর্কে নরেন্দ্র নাথ তেওয়ারি জানান, রাজ্যে কংগ্রেস অভিভাবকহীন হয়ে পড়েছে। তবে শুধু রাজ্যে নয় জেলাতেও অভিভাবকহীন হয়ে পড়েছে জেলা কংগ্রেস। রাজ্যের উন্নয়নের কাণ্ডারি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি নিজের স্ত্রীকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি নন্দুবাবু ও তাঁর স্ত্রীর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াকে স্বাগত জানিয়ে বলেন নন্দুবাবু দলে যোগ দিলে জেলার তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ফাইল চিত্র।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page