কে হবে পুরসভার পরবর্তী বিরোধী দলনেতা?
কে হবেন ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা? এই নিয়ে শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে ও পুরসভার অন্দরে জল্পনা।
উল্লেখ্য, ২৯ আসন বিশিষ্ট ইংরেজবাজার পুরসভায় এতদিন বিরোধী শিবিরে ছিলেন কংগ্রেসের, বামফ্রন্টের ও বিজেপি প্রত্যেক দলের ২ জন করে মোট ৬ জন কাউন্সিলর ছিলেন। পুরসভায় বিরোধী দলনেতা ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন পুরপ্রধান নরেন্দ্রনাথ তেওয়ারি ওরফে নন্দু তেওয়ারি। কিন্তু গত ২১ জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে নন্দুবাবু ও তাঁর স্ত্রী তথা ২৬ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অঞ্জু তেওয়ারি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে বর্তমানে ইংরেজবাজার পুরসভায় বিরোধী কাউন্সিলর হিসাবে তালিকাভুক্ত আছেন বিজেপির রাজীব চমপতি (ওয়ার্ড নং-১) ও সঞ্জয় কুমার শর্মা (ওয়ার্ড নং-৯) এবং বামফ্রন্টের আরএসপি কাউন্সিলর শিপ্রা রায় (ওয়ার্ড নং-৬) ও সিপিএম এর দুলাল নন্দন চাকি (ওয়ার্ড নং-২৫)। দুলাল নন্দন চাকি অন্যান্য বিরোধী কাউন্সিলরদের চেয়ে অভিজ্ঞ ও এর আগের পুর নির্বাচনে জয়ী হয়ে পুরসভায় কাউন্সিলর হয়েছিলেন। বাকি তিন বিরোধী কাউন্সিলর নবাগত। ফলে অভিজ্ঞতার দিক দিয়ে দুলাল নন্দন চাকি-র পুরসভার বিরোধী দলনেতা হওয়ার সম্ভবনা প্রবল।
এই প্রসঙ্গে পুরসভার উপ-পুরপ্রধান দুলাল সরকার বলেন, নন্দুবাবু তৃণমূলে যোগদান করলেও এখনও পর্যন্ত বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফার কোন আবেদনপত্র পুরসভায় দেননি। খুব শীঘ্রই তিনি পুরপ্রধানের কাছে ইস্তফা দেবেন। পরবর্তীতে পুরবোর্ড মিটিং করে ও সরকারি পুর নিয়মে অভিজ্ঞতা সম্পন্ন কাউন্সিলরকেই বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments