top of page

হজ করতে মোয়াজ্জেম যাচ্ছেন মক্কা, অস্থায়ী জেলা সভাপতি বাবলা

আগামী দুই মাসের জন্য তৃণমূল কংগ্রেসের অস্থায়ী জেলা সভাপতি হলেন ইংরেজবাজার পুরসভার উপ-পুরপ্রধান দুলাল সরকার।আজ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমান সভাপতি মোয়াজ্জেম হোসেন হজ করতে সৌদি আরবের মক্কাশরিফ যাচ্ছেন। প্রায় ২ মাস তাঁর অনুপস্থিতিতে জেলার সভাপতি হিসাবে দলের কাজ পরিচালনা করবেন দুলালবাবু। মূলত: আগস্ট মাসে নতুন জেলা পরিষদ গঠন হতে চলেছে। সেই সঙ্গে চলবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলি গঠনের প্রক্রিয়া। সেই সময় জেলা সভাপতির দায়িত্ব ও গুরুত্ব যথেষ্ট অপরিসীম।সেই হিসাবে দুলাল বাবুর হাতে ন্যস্ত হওয়া নতুন দায়িত্ব যথেষ্ট।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


ভিডিয়োঃ কৃতাঙ্ক

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page