top of page

ভূমি সংস্কার দপ্তরের সামনে ধরনায় পঞ্চায়েত সদস্য

রেভিনিউ অফিসার এবং বিএল অ্যান্ড এলআরও-র অপসরণের দাবিতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে ধরনায় বসলেন ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির সদস্য নিতাই মণ্ডল। প্রশাসনের তরফ থেকে কোনও উদ্যোগ না নেওয়া হলে এই অনশন কর্মসূচি চলতে থাকবে বলে জানান তিনি।



ওল্ড মালদার পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী নিতাই মণ্ডল এদিন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে অনশন ও ধরনায় বসেন৷ তিনি জানান, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অবহেলায় সাধারণ মানুষ দিনের পর দিন প্রতারিত হচ্ছে। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁকে পর্যন্ত প্রতারিত হতে হয়েছে। তারই প্রতিবাদ জানাতে এদিন তিনি অনশন ও ধরনায় বসেছেন। প্রতারিত জনগণকে তাঁর পাশে এসে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। সাধারণ কৃষিজীবীদের নোটিশ না দিয়েই বরগা কেটে নেওয়া হয়েছে, জমি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে বেআইনিভাবে চারিদিকে জলাশয় ভরাট করা হচ্ছে, পাট্টার জমিকে প্লট করে করে বিক্রি করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার মূলে রয়েছেন বিএল অ্যান্ড এলআরও এবং রেভিনিউ অফিসার৷ তাই তিনি তাঁদের অপসারণ চান৷ যদিও এদিন বিএল অ্যান্ড এলআরও এবং আরও দপ্তরে না থাকায় তাঁদের বক্তব্য জানা যায়নি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ছবিটি প্রতীকী।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page