top of page

সাংবাদিক বৈঠকে কৃষ্ণেন্দু জানালেন বিজেপিতে যাচ্ছেন না

বেশ কিছুদিন ধরেই প্রাক্তন মন্ত্রীকে নিয়ে গুজব ছড়িয়েছিল। শহরের অলিতে গলিতে শোনা যাচ্ছিল কৃষ্ণেন্দুবাবু বিজেপিতে যাচ্ছেন। এদিন এক সাংবাদিক বৈঠক ডেকে সেই জল্পনার অবসান ঘটালেন কৃষ্ণেন্দুবাবু।


কৃষ্ণেন্দুবাবু জানান, তিনি নিজের চিকিৎসার জন্য দিল্লি যান৷ এদিন সকালেই তিনি মালদায় এসে পৌঁছেছেন৷ দিল্লি থেকেই তিনি সব জানতে পেরেছেন। তিনি কখনও বিজেপির কোনও নেতার সঙ্গে কথা বলেননি, কোনও মিটিংয়ে অংশ নেননি। তাঁকে বদনাম করতে এসব গুজব ছড়াচ্ছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, মমতা ব্যানার্জির হাত ধরে তিনি তৃণমূলে এসেছেন। ভবিষ্যতেও মমতা ব্যানার্জির আদর্শ মেনে তৃণমূলের অঙ্গ হিসেবেই থাকতে চান তিনি। তাছাড়া দল পরিবর্তন নিয়ে বিজেপিতে যোগদান করার কোনও ইচ্ছে তিনি প্রকাশ করেননি। তাঁকে কোনও বিজেপির নেতা এর প্রস্তাবও দেয়নি। কংগ্রেস থেকে তৃণমূলের যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যখন তাঁর কাছে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব আসে, তখন তিনি মানুষদের কাছ থেকে মতামত নিয়ে তৃণমূলে যোগ দেন৷ তাই তিনি মনে করেন না, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি কোনও কাজ করেছেন৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page