লোকসভায় মালদার দুটো আসনই বিজেপির, চ্যালেঞ্জ মুকুলের
সংখ্যালঘুদের বিজেপিতে যোগদান কর্মসূচিতে অংশ নিতে এদিন সকালে মালদায় এসেছেন মুকুল রায়। দুপুর ১২টায় মালদা কলেজ অডিটোরিয়ামে কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি। শিবির শেষে তিনি জানান, এদিন বিভিন্ন দল থেকে হাজার হাজার কর্মী বিজেপিতে যোগদান করেছেন। তাঁর কাছে বড়ো নেতা, ছোটো নেতা বলে কিছু নেই। বিরোধীদের জোটের বিষয় নিয়ে তিনি বলেন, রাজ্যে বিজেপির শক্তি প্রবলভাবে বেড়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে মালদার দুটো আসনেই বিজেপি এককভাবে জয়ী হবে।
কলকাতা কর্পোরেশন প্রসঙ্গে তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত যাঁরা যাঁরা মমতা ব্যানার্জির সরকার গড়তে সাহায্য করেছেন শোভন তার মধ্যে একজন৷ শোভন যে তৃণমূলের জন্য এই কাজগুলি করেছেন, তা তিনি দেখেছেন৷ শোভনের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কিছু বলতে যান না৷ কিন্তু যাঁদের জন্য তৃণমূল আজ এই জায়গায় এসেছে, তাঁরা এখন ব্রাত্য হয়ে পড়েছেন৷ শোভন পদ ছেড়েছেন, তিনি দল ছাড়বেন কিনা তা তিনি জানেন না৷ তবে শোভন বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে কিছু বলতে রাজি হননি মুকুলবাবু৷ তবে তিনি জানান, তাঁর মতে ওই পদের জন্য সবচেয়ে ভালো ব্যক্তিত্ব ছিলেন অতীন ঘোষ৷ পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে মালদায় দলের সাফল্য নিয়ে অসম্ভব আশাবাদী মুকুল। তিনি বলেন, ‘মালদায় মানুষ যেভাবে দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাতে লোকসভা নির্বাচনে ভালো ফল হবেই। রাজ্যের সমস্ত জায়গায় মানুষের মধ্যে বার্তা পৌঁছে গেছে যে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করবে। কারণে, এই রাজ্যে এখন কোনও গণতন্ত্র নেই৷ গণতন্ত্রকে হত্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়’। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতেই বিজেপির পক্ষ থেকে রাজ্যে একটি যাত্রা বের করা হচ্ছে।
দুপুরে অডিটোরিয়ামের কর্মীদের যোগদান শিবিরের পরেই তিনি গাজোলের উদ্দেশ্যে রওয়ানা হন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments