মমতার কুশ পুতুল দাহ করল বিজেপি কর্মীরা
বিজেপির রাজ্য সভাপতির ওপর হামলার প্রতিবাদে পথে নামলেন মালদা জেলার বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন সকালে হবিবপুর ২ নম্বর মণ্ডল কমিটি বিজেপির পক্ষ থেকে এক ধিক্কার মিছিল বের করা হয়। গোটা হবিবপুর পরিক্রমা করে এই ধিক্কার মিছিল। শতাধিক বিজেপি কর্মী পা মেলান এদিনের এই ধিক্কার মিছিলে।
ধিক্কার মিছিল শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করেন বিজেপি কর্মীরা। হবিবপুর ব্লক বিজেপি নেতৃত্ব জানান, কোচবিহারের সিঁতাই মোড়ে গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। তারই প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল ও কুশ পুতুল দাহ। বিজেপির রথ মালদা জেলায় চলবে। তৃণমূল তা কোনোভাবেই সেই রথ রুখতে পারবে না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments