তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে চায় সমাজবাদী পার্টি!
top of page

তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে চায় সমাজবাদী পার্টি!

আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে চায় সমাজবাদী পার্টি৷ গতকাল রাতে সেকথা জানান সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ৷ যদিও তাঁর এই প্রস্তাবকে এখনই সমর্থন করছে না জেলা তৃণমূল৷



গতকাল রাতে মালদায় এক সাংবাদিক সম্মেলনে কিরণময় নন্দ বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মুক্ত দেশ গড়তে হবে৷ বর্তমানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ভীষণ শক্তিশালী৷ একইভাবে আরও অনেক রাজ্যে আঞ্চলিক দলগুলি শক্তিশালী৷ এই সব রাজ্য থেকে বিজেপিকে হারাতে পারলে আগামীতে তাঁরা দেশে বিকল্প সরকার গঠন করতে পারবেন৷ এই রাজ্যে তাঁরা খুব একটা শক্তিশালী নন৷ এখানে মূল শক্তি তৃণমূল৷ তাই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল এই রাজ্যে এককভাবে লড়বে, নাকি অন্য দলের সঙ্গে জোট করবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে৷ আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে তাঁরা যোগ দেবেন৷

যদিও মালদা জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন, নোটবন্দির পর বিজেপির বিরুদ্ধে গোটা দেশের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই আওয়াজ তুলেছিলেন৷ প্রতিটি রাজনৈতিক দল জানে, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ জিততে পারবে না৷ সম্প্রতি দিল্লিতে আয়োজিত বিজেপি বিরোধী ২১টি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিয়েছে৷ বিজেপি বিরোধী লড়াইকে জোরদার করতে তিনি ১৯ জানুয়ারি ব্রিগেডে বিশাল সমাবেশের আয়োজন করেছেন৷ সেখানে অনেক দল তাঁকে সমর্থনের কথা জানাবে৷ তবে এখানে ভোটে জিততে তৃণমূলের অন্য কারোর সমর্থন নিতে হবে না৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page