দিলীপ ঘোষের নেতৃত্বে পুলিশের মুখোমুখি বিজেপি
বিজেপির আইন অমান্য কর্মসূচি উপলক্ষ্যে এদিন জেলা প্রশাসনিক ভবন চত্বরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। দুপুর থেকেই সেখানে জমা হতে থাকেন বিজেপি কর্মীরা৷ মিছিল আসতে থাকে চারিদিক থেকে৷ দিলীপবাবু নিজেও শহরের রামকৃষ্ণ পল্লি থেকে একটি মিছিলের নেতৃত্ব দিয়ে মঞ্চে পৌঁছোন৷ এদিনের আইন অমান্য আন্দোলনে দিলীপবাবু ছাড়াও দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন চক্রবর্তী, মহিলা মোর্চার নেত্রী মাফুজা খাতুন, দলীয় বিধায়ক স্বাধীনকুমার সরকার, জেলা সভাপতি সঞ্জিৎ মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
দিলীপবাবুর নেতৃত্বে বিজেপি নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকলে বাধা দেন নিরাপত্তা কর্মীরা৷ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের কিছুটা ধস্তাধস্তিও বাধে৷ বিজেপির দিক থেকে দু-তিনটে পাথরের টুকরো উড়ে আসে। যদিও দলীয় নেতারা সঙ্গে সঙ্গেই কর্মীদের নিয়ন্ত্রণে আনেন৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments