রাফায়েল চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ কেশবচন্দ্র যাদবের
সবার জন্য চাকরি চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই৷ এই দুই দাবিতে সম্প্রতি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যাত্রা শুরু করেছে যুব কংগ্রেস৷ যাত্রায় অংশ নিয়েছেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি কেশবচন্দ্র যাদব৷ তাঁর সঙ্গে রয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সাদাব খান সহ সংগঠনের একাধিক কর্মী৷ ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আজ পুরাতন মালদার নারায়ণপুরে এই যাত্রাকে স্বাগত জানান স্থানীয় যুব কংগ্রেস কর্মীরা৷ তাঁরা যাত্রায় অংশগ্রহণকারীদের সংবর্ধনাও দেন৷
এদিন কেশববাবু বলেন, রাফায়েল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি অনিল আম্বানির ঘোটালা আজ কার্যত প্রমাণিত৷ এই ইশ্যুতে তাঁরা দীর্ঘদিন ধরে জেপিসি গঠন করার দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু সরকার তাঁদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না৷ ক্ষমতায় আসতে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি দেশের ২ কোটি বেকারের কর্মসংস্থান করবেন৷ তাঁর সেই প্রতিশ্রুতি এখন কোথায় গেল? তাছাড়া এখন দেশ জুড়ে ঋণে জর্জরিত কৃষকরা আত্মহত্যা করছেন৷ অথচ প্রধানমন্ত্রী তাঁদের ঋণ মকুব করার বদলে শিল্পপতিদের ঋণ মকুব করছেন৷ এই সরকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ফাইল চিত্র।
Comments