top of page

মৌসমের বিরুদ্ধে ইশা খানকে চান না ডালুবাবু

Updated: Mar 23, 2023

উত্তর মালদায় মৌসমের মুখোমুখি ইশাকে চান না আবু হাসেম খান চৌধুরি ওরফে ডালুবাবু। এদিন জেলা কংগ্রেসের পার্টি অফিস হায়াত ভবনে সাংবাদিক বৈঠকে একথা সাফ জানিয়ে দিয়েছেন ডালুবাবু।


রাজীববাবুকে বারবার ডাকা সত্ত্বেও তিনি সিবিআইকে সহযোগিতা করেননি

গতকাল এআইসিসি ডালুবাবুকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে সেই আসনে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলমকে বসিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে ডালুবাবু জানান, বর্তমানে তিনি পিসিসি-র কার্যকরী সভাপতি। তার সঙ্গে জেলা সভাপতির দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছিল। দুটো পদ এক সঙ্গে রাখা যায় না বলেই এআইসিসি মোস্তাক আলমকে জেলা সভাপতির আসনে বসিয়েছে। ইশা খানের উত্তর মালদার প্রার্থী প্রসঙ্গে ডালুবাবু জানান, তিনি নিজেই চান না ইশা উত্তর মালদার প্রার্থী হোক। বিষয়টি তিনি সৌমেনবাবুকে জানিয়েছেন। এদিন আবু হাসেম খান চৌধুরিকে রাজীব কুমারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সিবিআই হয়তো ঠিক পথেই গিয়েছে। রাজীববাবুকে বারবার ডাকা সত্ত্বেও তিনি সিবিআইকে সহযোগিতা করেননি।

প্রার্থী প্রসঙ্গে মোস্তাক সাহেব জানান, হাইকমান্ড যাকে প্রার্থী করবে তাঁরা মেনে নেবেন। তবে বর্তমানে তাঁর প্রধান লক্ষ্য দলকে মজবুত করে লোকসভা নির্বাচনে মালদা দুটো আসনেই জয়লাভ করা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page