অমিত শাহের হেলিকপ্টার নামার অনুমতি পেল বিজেপি
আগামীকাল মালদায় আসছেন অমিত শাহ৷ অমিতজির হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড বিতর্ক ছড়িয়েছে দিল্লি পর্যন্ত। বিজেপির জেলা সভাপতি সঞ্জিৎ মিশ্র সকালে জানান, অমিতজি দিল্লি থেকে বিমানে বাগডোগরা আসছেন। সেখান থেকে হেলিকপ্টারে মালদায় নামবেন। প্রথমে কথা ছিল তিনি ২০ জানুয়ারি মালদায় আসবেন৷ তাঁরা জেলা প্রশাসনের কাছে মালদা বিমানবন্দরে হেলিকপ্টার নামতে দেওয়ার অনুমতি চান। কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে তাঁদের জানানো হয়, মালদা বিমানবন্দরের পরিকাঠামো সংস্কারের কাজ চলছে। এখন বিমানবন্দর ভিভিআইপি হেলিকপ্টার নামার মতো পরিস্থিতিতে নেই। জেলা প্রশাসন কার অঙ্গুলিহেলনে একথা বলেছে তা তাঁরা ভালোভাবেই অনুমান করতে পারছেন।
প্রশাসনের পক্ষ থেকে অমিতজির হেলিকপ্টার একটি বেসরকারি হোটেলে নামানোর অনুমতি দেওয়া হয়েছে
অমিতজির হেলিপ্যাড নিয়ে ঝড় ওঠে দিল্লিতেও। এরপরেই মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত অনুমতি দেওয়া হয়েছে।
এদিন সন্ধেয় সঞ্জিৎবাবু ফোনে জানান, প্রশাসনের পক্ষ থেকে অমিতজির হেলিকপ্টার একটি বেসরকারি হোটেলে নামানোর অনুমতি দেওয়া হয়েছে। এজন্য তাঁরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments