top of page

বিশ্বাসঘাতক মৌসম, মালদা আসছেন রাহুল গান্ধি

আসন্ন লোকসভা নির্বাচনে মৌসম নুরের বিরুদ্ধে প্রচারে মালদায় আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি ও তাঁর বোন প্রিয়াংকা গান্ধি৷ আজ সেকথা জানান দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি৷


আসন্ন লোকসভা নির্বাচনে মৌসম নুরের বিরুদ্ধে প্রচারে মালদায় আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি

আজ সকালে তিনি জানান, ভোটের আগে দলবদল করে কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মৌসম৷ মৌসম এখনও রাজনৈতিক পরিপক্ক হয়নি৷ তাই সে দেশের ভবিষ্যৎ বুঝতে পারেনি৷ আগামী লোকসভা নির্বাচনে জনতার রায়ে দেশে ক্ষমতায় আসছে কংগ্রেস৷ মৌসম দলে থাকলে তার মন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল৷ কিন্তু মৌসম হিসাবে ভুল করে তৃণমূলে যোগ দিয়েছে৷ তবে সে দল ছেড়ে চলে যাওয়ায় কংগ্রেসের কোনও ক্ষতি হবে না৷ শতাব্দী প্রাচীন দল কংগ্রেসে এমন আঘাত মাঝেমধ্যেই কংগ্রেসে এসেছে৷ দল ফের ঘুরেও দাঁড়িয়েছে৷ মৌসম দল ছাড়ায় প্রথমে তিনি দুঃখ পেলেও এখন মন শক্ত করে নিয়েছেন৷ আগামীতে তাঁরা আরও বড়ো লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত৷

তিনি আরও বলেন, বরকত সাহেব ছিলে কংগ্রেসের একটি বড়ো স্তম্ভ৷ যে স্তম্ভের উপর তৈরি ইমারতেই তাঁরা রাজনীতি করেন৷ তাঁর দেখানো পথে এগিয়ে যাচ্ছেন৷ কোতুয়ালির এই বাড়ি বরকতদার বাড়ি৷ এই বাড়ির এক সদস্য দল ছেড়ে তৃণমূলে যাওয়ায় তিনি দুঃখিত, লজ্জিত৷ মৌসমকে তাঁরাই প্রথমে বিধায়ক, পরে সাংসদ তৈরি করেছেন৷ আগামী নির্বাচনে তাঁর সঙ্গে ইশা খান চৌধুরির আদর্শের লড়াই হবে৷ ভোটাররা প্রথমে একটু হতাশ হয়ে পড়লেও ওই কেন্দ্রে ইশার নাম শুনে তাঁরা হতাশা ঝেড়ে ফেলেছেন৷ তাঁরা এবার মৌসমের বিশ্বাসঘাতকতার জবাব লোকসভা ভোটে দেবে।

তৃণমূলের বিরুদ্ধে কড়া সুরে ডালু মিঞাঁ বলেন, ওটা একটা গণতন্ত্র বিরোধী দল৷ ওরা ভয় দেখিয়ে, টাকা আর চাকরির লোভ দেখিয়ে মানুষকে কাছে টানে৷ কিছু দেয় না৷ ভয় দেখিয়ে মানুষকে কাছে টানা যায় না। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়। যেমন কোতুয়ালির এই পরিবারকে ভালোবাসেন গান্ধি পরিবারের সদস্যরাও৷ তাই আগামী নির্বাচনের আগে উত্তর মালদায় ইশার সমর্থনে প্রচারে আসছেন রাহুল ও প্রিয়াংকা গান্ধি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page