top of page

মৌসমের সংবর্ধনা মঞ্চ ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর এলাকায়। জানা গেছে, কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করার পরে হবিবপুর ব্লক তৃণমূলের নেতৃত্বরা মৌসম নূরকে সংবর্ধনা জানাতে এই সভার আয়োজন করে। এদিন সকালে তৃণমূলের কর্মীরা সভাস্থলে পৌঁছে দেখে সভা মঞ্চ ভাঙা, মঞ্চের কাপড় ছেঁড়া। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে হবিবপুরের তৃণমূল কর্মীরা।


উত্তর মালদার সাংসদ মৌসম নূরের সভা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবাস চৌধুরির অভিযোগ, এলাকার বিজেপি কর্মীরা তাঁদের এই সভা মঞ্চ ভেঙে দিয়েছে এবং কাপড় ছিঁড়ে দিয়েছে। আজ তাঁরা উত্তর মালদার সাংসদ মৌসম নূরকে সংবর্ধনা দেওয়ার জন্য এই সভার আয়োজন করেছিলেন। আর এই সভার আগেই সেই সভা মঞ্চ ভাঙা হল। বিষয়টি তাঁরা হবিবপুর থানায় জানিয়েছেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page