top of page

যৌন নির্যাতনের অভিযোগে রাজনীতি!

আরজিকর মেডিকেলে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এরই মধ্যে এক আদিবাসী নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় মানুষজন। হবিবপুর থানার পুলিশ ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে। এই ঘটনায় এবার লাগল রাজনৈতিক রং।


আজ আদিবাসী ওই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। ওই পরিবারের সঙ্গে দেখা করেন জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। নির্যাতিতার বাড়িতে যান বিজেপি সাংসদ খগেন মুর্মুও। খগেন মুর্মুর অভিযোগ, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। গ্রামে আসার কিছুক্ষণ আগেই জেলা তৃণমূলের সভাপতি নির্যাতিতার বাবা-মাকে তুলে নিয়ে চলে গিয়েছে। আজ সকালেও তাঁদের সঙ্গে কথা হয়েছিল৷ তাঁরা বিচার চাইছেন৷ আর তাঁদেরই তুলে নিয়ে চলে যাওয়া হল। তৃণমূল টাকা দিয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে৷ রাজ্য জুড়ে মহিলাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। নির্যাতিতারা বিচার পাচ্ছেন না। আমরা অভিযুক্তর কঠোর শাস্তি চাইছি৷



আবদুর রহিম বকসি জানান, মর্মান্তিক ঘটনা৷ ৫৩ বছরের এক ব্যক্তি ওই নাবালিকাকে বাড়িতে ডেকে যৌন নির্যাতন করে৷ ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ বিচারকের সামনে গোপন জবানবন্দি দেওয়ার জন্য মেয়েটিকে আজ মালদা জেলা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে৷ বাবা-মা তার সঙ্গেই রয়েছেন৷ এই ঘটনা নিয়ে আমরা কোনও রাজনীতি করতে চাই না৷ ইতিমধ্যে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন৷ যে ব্যক্তি যৌন নির্যাতন করেছেন, তিনি আগে সিপিআইএম করতেন, এখন বিজেপি করেন৷ সেখানকার সাংসদ বলছেন, আমরা নাকি মেয়েটির বাবা-মাকে কোথাও লুকিয়ে রেখেছি৷ সাংসদের জানা উচিত, আদালতে নিয়ে যাওয়ার জন্য পুলিশ মেয়েটিকে বাড়ি থেকে এনে একটি হোমে রেখেছে৷ এসব বিজেপির সস্তার রাজনীতি৷


বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা এখানে এসেছি৷ আমি নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চাই৷ শুনেছি, যে এই ঘটনাটা ঘটিয়েছে, সে বিজেপি করে৷ আমি এই ঘটনায় কোনও রাজনীতির রং লাগাতে চাইছি না৷ আমরা চাই, মেয়েটি যেন ভবিষ্যতে সুস্থভাবে বাঁচতে পারে এবং দোষী ব্যক্তির যেন কঠোরতম শাস্তি হয়৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page