ভোটের কারণে স্থগিত পোলিও টিকাকরণ, একদিন পর শুরু দুই পুরসভায়
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 11, 2022
- 1 min read
করোনা সংক্রমণের কারণে স্থগিত রাখা হয়েছিল পোলিও টিকাকরণ। এবার ভোটের প্রভাব পড়ল পোলিও কর্মসূচিতে। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে পোলিও টিকাকরণের কর্মসূচি থাকলেও ভোটের কারণে মালদার দুই পুরসভা এলাকায় সেদিন কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। তবে তারপর থেকে দুই পুরসভা এলাকায় একদিন অতিরিক্ত পোলিও টিকাকরণ করা হবে।
জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (৩) সব্যসাচী চক্রবর্তী জানান, ২৭ ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে পোলিও কর্মসূচি। করোনার জন্য গত বছরের মতো এবারও কোনও বুথ তৈরি করা হচ্ছে না। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের পোলিও ড্রপ দেবেন। জেলায় ৩,৭৪২টি টিম পোলিও টিকাকরণ করবেন। ১৩৩টি টিম ট্রানজিট পয়েন্ট অর্থাৎ বাসস্ট্যান্ড, রেল স্টেশনের মতো এলাকায় টিকাকরণ করবেন। ২৭ তারিখ নির্বাচন থাকায় সেদিন দুই দুই পুরসভা এলাকায় পোলিও কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। দুই শহরে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত পোলিও টিকাকরণ করা হবে। পুরসভা ভোটে কোভিড বিধি মেনে চলার জন্য স্বাস্থ্যকর্মীদেরও নির্বাচনের কাজে লাগানো হবে। তবে এনিয়ে জেলাপ্রশাসন থেকে এখনও কোনও নির্দেশিকা আসেনি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments