নির্বাচনে শান্তি বজায় রাখতে আন্তরাজ্য সীমান্তে নাকা চেকিং
top of page

নির্বাচনে শান্তি বজায় রাখতে আন্তরাজ্য সীমান্তে নাকা চেকিং

আসন্ন নির্বাচনে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরাজ্য জলপথ সীমান্ত মানিকচক ঘাটে নাকা চেকিং শুরু করল মালদা জেলা পুলিশ। আগামীতেও এই অভিযান চলবে বলে পুলিশসুপার জানিয়েছেন।


বুধবার মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মানিকচক ঘাটে নৌকায় করে আসা যাত্রীদের জিনিসপত্র, পরিচয়পত্র, মোটরবাইক সহ বিভিন্ন জিনিস খতিয়ে দেখেন। পাশাপাশি নৌকা ও পুলিশ বোটের মাধ্যেমে নদীপথে দুষ্কৃতীদের গতিবিধি নজরে রাখতে তল্লাশি অভিযান চালায়।



উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি মানিকচক থেকে বেশকিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ বিহারের মুঙ্গেরের তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বিধানসভা নির্বাচনে অপরাধমূলক কাজকর্মের উদ্দেশ্যে দুষ্কৃতীরা মানিকচকের জলপথ ব্যবহার করতে পারে। দুষ্কৃতীদের রুখতে এই নাকা চেকিং শুরু করা হয়েছে। আগামীতেও এই অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশসুপার।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page