top of page

গাড়িতে স্টিকার! মালদা শহরে ধরপাকড় অভিযান পুলিশের

ভুয়ো আইএএসের খবরে তোলপাড় হয়েছিল রাজ্যে। এরপর থেকেই কলকাতায় ভুয়ো অফিসার নিয়ে অভিযান শুরু হয়। একাধিক পার্সোনাল গাড়িতে সরকারি স্টিকার ব্যবহারের ঘটনা সামনে আসে। এবার মালদাতে সেই অভিযান শুরু হল। আজ দুপুর থেকে মালদা শহরের বিভিন্ন এলাকায় গাড়ি ও মোটরবাইকে পুলিশ, সরকারি দফতর, বিএসএফ, ইমারজেন্সি সার্ভিসেস স্টিকার লাগানো গাড়ি ধরপাকড় অভিযান চলে। অভিযান চালানো হয় লালবাতি কিংবা নীলবাতি লাগানো গাড়িতেও।



ট্রাফিক ওসি বিটুল পাল জানান, পুলিশসুপারের নির্দেশ বেশ কিছু দিন থেকে মোটরবাইক ধরপাকড় শুরু হয়েছে। প্রতিটি গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আজ থেকে ভুয়ো সরকারি স্টিকার লাগানো গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। পুলিশ, বিএসএফ, সরকারি দফতর, ইমারজেন্সি এমন স্টিকার লাগানো এদিন বেশ কয়েকটি গাড়িকে আজ সর্তক করে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে বেআইনিভাবে এধরণের স্টিকার লাগানো গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page