গোপনসূত্রে খবর পেয়ে ১৯টি উট উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কুশিদা গ্রাম পঞ্চায়েতের মারাডাঙি এলাকায় হানা দিয়ে ১৯টি উট উদ্ধার করে। ট্রাকচালক সহ মোট তিন পাচারকারী পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশের একটি দল বিহার সংলগ্ন মারাডাঙি এলাকায় হানা দিয়ে ১৯টি উট উদ্ধার করে। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরির চালক সহ তিন পাচারকারী পলাতক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাজস্থান থেকে উটগুলি বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া উটের আনুমানিক মূল্য ২০-২৫ লক্ষ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
Comments