হরিশ্চন্দ্রপুর ডেইলি মার্কেটে পুলিশের হানা, উদ্ধার সাত কেজি গাঁজা
গোপনসূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ডেইলি মার্কেটে হানা দিয়ে সাত কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
যুবকরা নেশাগ্রস্ত হয়ে সমাজের মূল স্রোত থেকে সরে যাচ্ছে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বেআইনিভাবে গাঁজা বিক্রি চলছে। এলাকার যুবকরা নেশাগ্রস্ত হয়ে সমাজের মূল স্রোত থেকে সরে যাচ্ছে। পুলিশের এই অভিযান সমাজকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, সূত্র মারফত খবর পেয়ে হানা দিয়ে সাত কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
Comentários