মোড়ে মোড়ে পুলিশের তোলাবাজি, প্রতিবাদে সরব ট্রাক মালিকরা
top of page

মোড়ে মোড়ে পুলিশের তোলাবাজি, প্রতিবাদে সরব ট্রাক মালিকরা

বেআইনিভাবে তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে জেলার সমস্ত ট্রাক মালিক একত্রিত হয়ে সংগঠন তৈরি করেছেন। আগামী দিনে সংগঠনের তরফে জেলাশাসক ও পুলিশসুপারের দ্বারস্থ হতে চলেছেন ট্রাক মালিকরা।


ট্রাক মালিকদের অভিযোগ, জেলার প্রতিটি মোড়ে পুলিশকে টাকা দিতে হচ্ছে। পুলিশকে টাকা দিতে রাজি না হলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। প্রতিটি মোড়ে রেট ফিক্সড। গীতা মোড় ৫০ টাকা, কালিয়াচক ২০০ টাকা, মোথাবাড়ি ২০০ টাকা, বাধাপুকুর মোড় ৬০০ টাকা, রতুয়া ৪০০ টাকা ও ভালুকায় ১ হাজার ৫০০ টাকা দিতে হয়। প্রতিবাদ আজ সমস্ত ট্রাক মালিক একত্রিত হয়ে মালদা এয়ারপোর্ট ময়দানে আলোচনা করেন। পরবর্তীতে তাঁরা জেলার শীর্ষ আধিকারিকদের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page