ছিনতাইবাজদের গুলিতে মৃত্যু ব্যক্তির, তদন্তে পুলিশ
ছিনতাই করতে আসা দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম চিন্ময় বারুই। বাড়ি গাজোল থানার রশিদপুর এলাকায়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিন্ময়বাবু একটি মদের দোকানে কাজ করতেন। অন্যান্য দিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বিক্রির টাকা নিয়ে মালিকের বাড়িতে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ মোদি নামে আরও এক ব্যক্তি। অভিযোগ, সেই সময় তিনটি মোটরবাইকে ছয়জন যুবক এসে তাঁদের পথ আটকান। মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কোনোমতে সেখান থেকে পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা ২ রাউন্ড গুলি চালায়। একটি গুলি লাগে চিন্ময়বাবুর কোমরের পাশে। এরপরেই দুষ্কৃতীরা টাকা নিয়ে পালিয়ে যায়। তড়িঘড়ি চিন্ময়বাবুকে উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেলে ভরতি করা হয়। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চিন্ময়বাবুর।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments