মাথায় গুলি মেরে আত্মহত্যার চেষ্টা, তদন্তে পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল

- Oct 29
- 1 min read
ব্যবসায় ধারদেনা থেকে পরিবারের মধ্যে বিবাদ বেঁধেছিল। সেই থেকেই মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা যুবকের। বর্তমানে ওই যুবক মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। গতকাল রাতেই অস্ত্রোপচার করে ওই তরুণের মাথা থেকে গুলি বের করা হয়েছে।
গুলিবিদ্ধ তরুণের নাম মোজাফ্ফর আলি ওরফে আজিম (২৭)। বাড়ি কালিয়াচকের গয়েশবাড়ি এলাকায়। মোজাফ্ফরের এক বউদি জানান, গতকাল বেলা সাড়ে তিনটে নাগাদ হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পাই। ঘর থেকে বেরিয়ে এসে দেখি দেওর কান ও মাথা হাতে চেপে ধরে শুয়ে রয়েছে। তড়িঘড়ি বাড়ির সবাইকে ডাকি। হাত সরিয়ে দেখি, মাথায় গুলি লেগেছে। দেওরকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে। ব্যবসায় লোকসান হওয়ায় দেনাগ্রস্ত হয়ে দেওর নিজের প্রাণ দেওয়ার চেষ্টা করেছিল।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় একটি পাইপ গান উদ্ধার হয়েছে। গুলিবিদ্ধ যুবক উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে আগের কোনও মামলা রয়েছে কিনা তাও খুঁজছেন তদন্তকারী অফিসাররা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments