পুলিশ ট্রাক চালকদের হয়রানি করছে, প্রশাসনিক ভবন ঘেরাও
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 7, 2019
- 1 min read
Updated: Aug 14, 2020
একগুচ্ছ দাবি নিয়ে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল মালদা জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বুধবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে আসেন ওই সংগঠনের সদস্যরা। প্রশাসনিক ভবন ঘেরাও করে চলতে থাকে বিক্ষোভ। পরে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের কাছে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন কপি জমা দেন।
মালদা জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর ঘোষ বলেন, পাঁচ দফা দাবি নিয়ে আজ তাঁরা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিতে এসেছেন। বিভিন্নভাবে পুলিশকর্মীদের একাংশ ট্রাকচালকদের হয়রানি করছে। ওভারলোডিং-এর মাত্রা বেড়ে গিয়েছে। জিএসটি সম্পর্কে মালিকদের কিছু জানানো হচ্ছে না, অথচ জিএসটি কেটে নেওয়া হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে এব্যাপারে কোনও প্রতিকার করা না হলে ১৯ আগস্ট থেকে বৃহত্তর আন্দোলন ও ধর্মঘটে সামিল হবেন রাজ্যের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Comments