দুয়ারে সরকারে ফর্ম ফিল-আপ করে সাধারণ মানুষের পাশে পুলিশ
রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। এই দিনে দুয়ারে সরকার শিবিরে মহিলাদের পাশে দাঁড়ালেন পুলিশকর্মীরা। অসহায় মহিলাদের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল-আপ করে দিলেন ইংরেজবাজার থানার আইসি আশিস দাস। পুলিশ প্রশাসনকে পাশে পেয়ে খুশি সাধারণ মানুষ।
উল্লেখ্য, গতকালই মালদার হরিশ্চন্দ্রপুরে দুয়ারে সরকার শিবিরে টাকা বিনিময়ে ফর্ম ফিল-আপের ছবি ধরা পড়েছিল। মানুষের অসহায়তার সুযোগকে কাজে লাগিয়ে মোটা টাকা উপার্জন করছিল কিছু অসাধু ব্যক্তি। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে উলটো ছবি ধরা পড়ল ইংরেজবাজারে। আজ ইংরেজবাজারের কোতোয়ালিতে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে একটি দুয়ারে সরকারের ক্যাম্পে একের পর এক মহিলাদের ফর্ম ফিল-আপ করে দিতে দেখা গেল থানার আইসিকে। পুলিশ প্রশাসনকে এভাবে পাশে পেয়ে খুশি সাধারণ মানুষ।
আইসি জানান, পুলিশসুপারের নির্দেশে জেলার প্রতিটি থানার অন্তর্গত দুয়ারে সরকার ক্যাম্পে পুলিশকর্মীরা সাধারণ মানুষকে সহযোগিতা করছেন। আজ তাঁরা সরকারি প্রকল্পের বেশ কিছু ফর্ম ফিল-আপ করে দিয়েছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments