top of page

চোরাই মোবাইল চক্রের হদিশ, ২৮টি ফোন সহ ধৃত তিন

চোরাই মোবাইল সহ তিন যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে কালিয়াচক থানার পুলিশ জালালপুর এলাকায় হানা দেয়। দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২৮ চোরাই মোবাইল ফোন। গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতদের নাম মোহম্মদ নূর আলম (২১), শাজাহান শেখ (২৬) ও মসরেকুল শেখ (২২)। নূরের বাড়ি কালিয়াচকের বিবিগ্রামে।কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চোরাই মোবাইলগুলি ঝাড়খণ্ড ও বিহারের। ধৃতরা এই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। দোকানের মালিক সহ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page