top of page

রাজমহল ঘাটে ভিনরাজ্যের পাচারকারী গ্রেফতার

দেশি ও বিদেশি মদ সহ এক ভিনরাজ্যের পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ।



ধৃত ব্যক্তির নাম প্রেমশঙ্কর সাহা। বাড়ি ঝাড়খণ্ডের রাজমহল এলাকায়। গতকাল রাতে রাজমহল ঘাট এলাকায় হানা দিয়ে একটি গাড়ি থেকে ১১৬ বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার করে মানিকচক থানার পুলিশ। মানিকচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি মদের বোতলগুলি নদী পার করে পাচারের ছক কষেছিল। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন




Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page