top of page

এক লক্ষ ৪৫ হাজার টাকার জালনোট সহ ধৃত চার

এক লক্ষ ৪৫ হাজার টাকার জালনোট সহ চারজন পাচারকারীকে আটক করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক-৩ ব্লকের সবদলপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই এলাকায় থেকে চার পাচারকারীর হেপাজত থেকে উদ্ধার হয় ২০২টি ৫০০ টাকার জালনোট ও ২২টি দুই হাজার টাকার জালনোট। তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রেখেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। জালনোট পাচারের কাজে আরও কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


[ আরও খবরঃ উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল! সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে বিরোধিতা তৃণমূলের ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page