বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল পুলিশ, ধৃত ৩
পুজোর আগে বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল চাঁচল থানার পুলিশ। অভিযান চালিয়ে তিনজন সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম সামাদ আলি (২৯), মর্তুজ আলি (২০) ও সাহেব আলি (২২)। ধৃতরা চাঁচল থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে প্রায় ১০ জনের মতো দুষ্কৃতী চাঁচলের পাহাড়পুর এলাকায় জড়ো হয়েছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশকর্মীরা। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় দুটি লোহার রড ও একটি হাঁসুয়া, লঙ্কার গুঁড়ো ও একটি বাইক। পুলিশের প্রাথমিক অনুমান, তারা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। ধৃত তিনজনকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ এক ক্লিকে মিলবে পুরাতন মালদা পুর পরিসেবা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント