সাড়ে পাঁচ লক্ষ টাকার চোরাই ব্যাটারি সহ ধৃত দুই
মোবাইল টাওয়ারের চোরাই ব্যাটারি সহ দু’জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের নাম শামিম শেখ (১৮) ও আবদুল্লা শেখ (৩২)। ধৃতরা ইংরেজবাজারের যদুপুর এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের রামকৃষ্ণপল্লী সংলগ্ন জাতীয় সড়ক থেকে চোরাই ব্যাটারি সহ দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ব্যাটারির আনুমানিক বাজারমূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে পুখুরিয়া থানা এলাকার মোবাইল টাওয়ার থেকে ব্যাটারিগুলি চুরি হয়। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হবে।
[ আরও খবরঃ গনির গড়ে দুই ফুলের টক্কর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments