হেলমেট ছাড়া রাস্তায়, মিষ্টি খাওয়ালেন ট্র্যাফিক পুলিশ
top of page

হেলমেট ছাড়া রাস্তায়, মিষ্টি খাওয়ালেন ট্র্যাফিক পুলিশ

ট্র্যাফিক সপ্তাহের শেষ দিনে পথ চলতি মানুষ ও চালকদের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল মালদা জেলা ট্র্যাফিক পুলিশ। অসচেতন চালকদের গোলাপ ফুল দিয়ে মিষ্টি মুখ করিয়ে সচেতন করা হয়।


মঙ্গলবার ছিল ট্র্যাফিক সপ্তাহের শেষ দিন। আর এই শেষদিনে মালদা শহরের কৃষ্ণপল্লি সাবওয়ে গেট সংলগ্ন জাতীয় সড়কের ধারে আনুষ্ঠানিকভাবে একটি সচেতনামূলক পথসভার আয়োজন করা হয় মালদা জেলা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মালদা জেলা ট্র্যাফিক ইনস্পেক্টর শান্তিনাথ পাজা, ট্র্যাফিক ওসি বিটুল পাল, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস সহ অন্যান্যরা। সেখানেই পুলিশ কর্তারা পথচলতি মানুষদের সচেতন করেন। হেলমেটবিহীন মোটরবাইক চালকদের মিষ্টিমুখ করিয়ে একটি গোলাপ ফুল দিয়ে মাথায় হেলমেট পরিয়ে দেন পুলিশকর্তারা।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page