নির্দেশিকা না মানায় হাত ভাঙল কিশোরের, অভিযুক্ত পুলিশ
top of page

নির্দেশিকা না মানায় হাত ভাঙল কিশোরের, অভিযুক্ত পুলিশ

করোনা পরিস্থিতি সামলাতে কার্যত লকডাউনের পথে হেঁটেছে রাজ্য। এই সময় সরকারি নির্দেশিকা না মানায় মারধর করে কিশোরের হাত ভাঙার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভালুকায়।


Police-accused-breaking-teenager-hand-in-Harishchandrapur
কিশোরের হাত ভাঙার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আক্রান্ত কিশোরের নাম শেখ বেলাল (১৫)৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রশিদপুর গ্রামে। জানা গিয়েছে, গতকাল রাতে ঘাটে একাই নৌকো পাহারা দিচ্ছিল বেলাল৷ অভিযোগ, সেই সময় ভালুকা ফাঁড়ির পুলিশ ঘাটে এসে বেলালকে ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। পুলিশের মারে হাত ভেঙে যায় বেলালের৷ বর্তমানে সে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন৷


বেলাল জানান, বাবার নির্দেশ মতো সে ঘাটে নৌকা পাহারা দিতে গিয়েছিল৷ সেই সময় পুলিশ ঘটনাস্থলে এসে তাকে ফাঁড়িতে তুলে নিয়ে যায়। ফাঁড়িতে তাকে বেধড়ক মারধর করা হয়৷ মারধরে তার হাত ভেঙে যায়৷



হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷ তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page