কালিয়াচকে প্লাস্টিক তৈরির কারখানা তৈরি হবে
top of page

কালিয়াচকে প্লাস্টিক তৈরির কারখানা তৈরি হবে

মালদা থেকে ফরাক্কাগামী রাস্তায় গেলে সুজাপুর অঞ্চলে রাস্তার পাশেই দেখা মেলে অনেকগুলি পুরাতন প্লাস্টিকের আড়ৎ। জাতীয় সড়কের পাশের এই আড়ৎগুলিতে যেভাবে প্লাস্টিক মজুত করে রাখা থাকে তা থেকে যে-কোনো সময় বড়ো ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে কেননা প্লাস্টিক হল দাহ্য পদার্থ।


উত্তরপূর্ব রাজ্যগুলি ও প্রতিবেশী রাজ্যগুলি থেকে এখানে পুরাতন প্লাস্টিক নিয়ে আসা হয়। প্রায় এক লক্ষ মানুষের এই প্লাস্টিক কেনাবেচার সঙ্গে রুজিরোজগার হয়। সঠিকভাবে এই পুরাতন বর্জ্য প্লাস্টিকের ঠিকমত ব্যবহারের জন্য শনিবার কালিয়াচকে সুজাপুর পুরাতন প্লাস্টিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পদম সুনম ও সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল বসু। অতিরিক্ত জেলাশাসক বলেন যে পরিবেশ দূষণ রুখতে ও এলাকা পরিচ্ছন্ন রাখতে এলাকায় প্লাস্টিকের কারখানা নির্মাণ করা হবে। এর ফলে বর্জ্য পুরাতন প্লাস্টিক সঠিক উপায়ে ব্যবহার করা যাবে। ফলে এলাকায় অগ্নিকাণ্ডের পরিমান অনেক কমে যাবে।


Plastic Factory

অতিরিক্ত জেলাশাসক বলেন যে পরিবেশ দূষণ রুখতে ও এলাকা পরিচ্ছন্ন রাখতে এলাকায় প্লাস্টিকের কারখানা নির্মাণ করা হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page