প্লাস্টিক ও নিউরো সার্জারি পরিষেবা চালু হল মেডিকেল কলেজে
top of page

প্লাস্টিক ও নিউরো সার্জারি পরিষেবা চালু হল মেডিকেল কলেজে

দুটি নতুন জটিল চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাস থেকেই এখানে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বহির্বিভাগ পরিষেবা চালু হয়েছে। দুইটি বিভাগে আপাতত একজন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। সপ্তাহে দুই দিন করে বহির্বিভাগে বসছেন চিকিৎসকেরা।



মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখন থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা পরিষেবা চালু হল। সোমবার ও মঙ্গলবার প্লাস্টিক সার্জারি এবং বুধবার ও বৃহস্পতিবার নিউরো সার্জারি চিকিৎসা করা হবে। আপাতত আউটডোর বিভাগে সপ্তাহে দুই দিন চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই ট্রমা সেন্টারে চালু হবে দুটি বিভাগেরই জরুরী পরিষেবা ও নতুন আধুনিক অপারেশন থিয়েটার পরিষেবা। এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন। কারণ, এই চিকিৎসার জন্য সাধারণ মানুষকে একসময় জেলা থেকে অন্য জেলায় অথবা অন্য রাজ্যে চিকিৎসার জন্য যেতে হত। অনেকেই অর্থের জন্য চিকিৎসা করাতে পারতেন না। এই দুটি জটিল পরিষেবা এখন থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পেয়ে থাকবেন সাধারণ মানুষ। শুধু মালদা জেলা নয় আশেপাশের অন্যান্য জেলার বহু মানুষ এই পরিষেবা পেয়ে উপকৃত হবেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page