top of page

ধর্ষণের অভিযোগে সালিশি সভাতেই পিস্তল ছুরি নিয়ে তাণ্ডব! গুলিবিদ্ধ ১, আহত ৩

ধর্ষণের অভিযোগে বসেছিল সালিশি সভা। সালিশি সভাতেই ছুরি দিয়ে আঘাত করা ও গুলি চালানোর অভিযোগ উঠল ধর্ষণে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ছুরিকাহত হয়েছেন দু’জন, গুলিবিদ্ধ হয়েছ অষ্টম শ্রেণির এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙা অঞ্চলে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা স্ত্রীর স্বামী ভিনরাজ্যে কাজে ছিলেন। সেই সুযোগে স্থানীয় এক যুবক ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ওই মহিলার একাধিক আপত্তিকর ছবি তোলে। অভিযোগ, সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ওই গৃহবধূকে ধর্ষণ করে অভিযুক্ত। বিষয়টি জানতে পেরেই গ্রামে ফিরে আসেন নির্যাতিতা গৃহবধূর স্বামী। এই ঘটনার জেরেই গতকাল এলাকায় সালিশি সভা বসে। সেই সভায় ছুরি ও পিস্তল নিয়ে তাণ্ডব চালায় অভিযুক্ত। ঘটনায় ছুরিকাহত হয়েছেন দুলু আলি ও জাস্টিক শেখ। গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে নাইম আলি।



মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Bình luận


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page