Search
শহরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে মিলল পাইপ গান, তাজা কার্তুজ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 23, 2019
- 1 min read
Updated: Aug 14, 2020
শুক্রবার ভোর চারটে নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ শহরের রথবাড়ি মোড়ে হানা দেয়। ইংরেজবাজার থানার আইসি অনুপ সিংয়ের নেতৃত্বে প্রথমে তাঁরা একটি পিকআপ ভ্যান আটক করে৷ সেই ভ্যান থেকে উদ্ধার হয় মোবাইল টাওয়ারের ৩৪টি চোরাই ব্যাটারি, একটি পাইপ গান ও ৫ রাউন্ড তাজা কার্তুজ। ভ্যানের চালক ও পাঁচ দুষ্কৃতীকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ জেলা আদালতে তোলা হয়েছে৷
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের প্রত্যেকের বাড়ি কালিয়াচকে৷ তাদের নাম সাজিদুর শেখ (২৭), মোসারাফ খালিফ (২৫), মোকাদ্দর আলি (২৪), মহঃ খাদিমূল ইসলাম (২০) ও সেলিম শেখ (২৫)৷ ধৃতদের মধ্যে ৩ জনকে ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Comments