আবারও শিশু মৃত্যু মেডিকেলে, বাড়ানো হচ্ছে পিকু ইউনিট বেড
top of page

আবারও শিশু মৃত্যু মেডিকেলে, বাড়ানো হচ্ছে পিকু ইউনিট বেড

আবারও শিশু মৃত্যু মালদা মেডিকেল কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে পিআইসিইউ ইউনিট তৈরির সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ।


মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মালদা মেডিকেলের শিশু বিভাগে ভরতি রয়েছে ১৩৫ জন। গত ৩৪ ঘণ্টায় ৬৬ জন ভরতি হয়েছে। মেডিকেলে চিকিৎসাধীন ৪৮টি শিশু জ্বরে আক্রান্ত। তার মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।



মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও মেডিকেল সুপার পূরঞ্জয় সাহা জানান, মালদা মেডিকেলে পিআইসিইউ (পিকু) বেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে মেডিকেলে ১২টি পিকু বেড ছিল। তার মধ্যে ছয়টি ঠিক মতো কাজ করত। বাকি ছয়টি কাজ করত না। ওই ছয়টি বেড মেরামতের পাশাপাশি আরও ১২টি নতুন বেড করা হচ্ছে।




মালদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার সুষমা সাহু জানান, যে শিশুটির মৃত্যু হয়েছে তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল মেডিকেল কলেজ ও হাসপাতালে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page