গৌড় মহাবিদ্যালয়ের পড়ুয়াদের ক্যামেরায় ফ্রেমবন্দী কুটিরশিল্প
top of page

গৌড় মহাবিদ্যালয়ের পড়ুয়াদের ক্যামেরায় ফ্রেমবন্দী কুটিরশিল্প

এক নতুন মালদা দেখার সুযোগ করে দিল গৌড় মহাবিদ্যালয়। গত মঙ্গলবার গৌড় মহাবিদ্যালয়ের গণ জ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। কলেজের মাঠেই আয়োজন করা হয় এই প্রদর্শনীর। সমাজ প্রকৃতির নানা দিক তথা মালদার বিভিন্ন হস্তশিল্প ও কুটিরশিল্প ফ্রেমবন্দী করে সবার সামনে তুলে ধরেন পড়ুয়ারা। শুধু আলোকচিত্র প্রদর্শনী নয়, হস্তশিল্প ও বর্জ্য পদার্থকে পুনঃ-নবীকরণ করে শিল্প নৈপুণ্যের প্রতিভা প্রদর্শনের চেষ্টা করে পড়ুয়ারা। নিজের শিল্প কর্মের মাধ্যমে সমাজকে প্লাস্টিক বর্জনের ইঙ্গিত দেয় তারা। এই বিভাগের ছাত্র-ছাত্রীদের অভিনীত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শ্রুতিনাটক ‘আর্য ও অনার্য’-এর মাধ্যমে তারা দাবি করে দুর্নীতি মুক্ত সমাজ।



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page