top of page

রেশম শিল্পকে জিআই ট্যাগের আওতায় আনতে আবেদন প্রশাসনের

  • Jul 23, 2022
  • 1 min read

জেলার রেশম শিল্পের খ্যাতি আরও বাড়তে চলেছে। ইতিমধ্যে জেলার রেশম শিল্পকে জিআই ট্যাগভুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। আজ রেশম সুতো তৈরির প্রশিক্ষণ পরিদর্শনের পর এমনটাই জানালেন জেলাশাসক।


আজ দুপুরে মালদা শহরের পেডি সিল্ক রিলিং ইন্সটিটিউটে মহিলাদের রেশম সুতো তৈরির কাজ পরিদর্শনে যান জেলাশাসক নিতীন সিংহানিয়া। সুতো তৈরির পুরো পদ্ধতি খতিয়ে দেখেন তিনি। পরে প্রশিক্ষণ নিয়ে আসা মহিলাদের সঙ্গেও কথা বলেন জেলাশাসক।


মহিলাদের রেশম সুতো তৈরির কাজ পরিদর্শনে যান জেলাশাসক

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের রেশম সুতো তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। সারা বছরে ১০ পর্যায়ে বিভিন্ন ব্লকের মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। মালদায় খুব উন্নতমানের রেশম উৎপাদন হচ্ছে। মালদার এই শিল্পকে জিআই ট্যাগের আওতায় আনতে আবেদন করা হয়েছে। মালদা জেলার রেশম শিল্পকে আরও উন্নত করতে আগামী ২৬ তারিখ একটি বৈঠক করা হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page