আধার কার্ড সংশোধনে লম্বা লাইন পোস্ট অফিসে
- আমাদের মালদা ডিজিট্যাল

- Jan 28, 2020
- 1 min read
Updated: Dec 8, 2020
জেলা জুড়ে এনআরসি আতঙ্ক। সেই আতঙ্কে রাত থেকে লাইন পড়ছে আধার কার্ড সংশোধনের জন্য। মঙ্গলবার ভোর থেকেই মালদা শহরের ফোয়ারা মোড়ে অবস্থিত মালদা হেড পোস্ট অফিসে আধার কার্ড সংশোধনের নাম নথিভুক্তের জন্য লাইন পড়তে থাকে। প্রায় হাজার পাঁচেক মানুষের লম্বা লাইনে যানজট সৃষ্টি হয় মালদা শহরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে, প্রথমে একটি কাউন্টারে আধার কার্ডের নাম নথিভুক্তিকরণের কাজ চলছিল। ভিড় সামাল না দিতে পারলে পরে আরও তিনটি কাউন্টার খোলা হয়। এদিকে ইংরেজবাজার থানার পুলিশকে নাম নথিভুক্তিকরণের বিষয়টি জানানো হয়নি বলেও অভিযোগ উঠেছে। যদিও পোস্ট অফিস কর্তৃপক্ষ লিখিতভাবে নাম নথিভুক্তিকরণের বিষয়টি বিডিও জানানো হয়েছে বলে দাবি করেছে।













Comments