top of page

৭২ ঘণ্টা পরও কর্মবিরতি বহাল ইন্টার্নদের

আরজিকর মেডিকেলে ছাত্রী খুনের ঘটনায় দোষীর শাস্তি সহ মালদা মেডিকেলে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বুধবার‌ও কর্মবিরতি পালন করলেন মালদা মেডিকেলের ইন্টার্নরা। তবে মেডিকেলের আউটডোর পরিষেবা চালু ছিল। পরিষেবা দেওয়ার পাশাপাশি আন্দোলনেও সামিল হয়েছেন মালদা মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা।


৭২ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এখন‌ও কর্ম বিরতি চালিয়ে যাচ্ছেন মালদা মেডিকেলের ইন্টার্নরা। তাঁদের দাবি, আরজিকর মেডিকেলের ঘটনার সত্যতা প্রকাশ ও মালদা মেডিকেলের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে, মালদা মেডিকেলের নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতীন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, মেডিকেলের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় ও সুপার প্রসেনজিৎ বর সহ অন্যান্য আধিকারিকরা।



পার্থবাবু জানান, মেডিকেলের ইন্টার্নদের আন্দোলন এখনও চলছে। আমাদের সিনিয়র ডাক্তাররা পরিষেবা চালিয়ে যাচ্ছেন। আজ প্রশাসনিক ভবনে মেডিকেলের নিরাপত্তা নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে নিরাপত্তারক্ষী ও সিসি ক্যামেরা বৃদ্ধির কথা উঠে এসেছে। পাশাপাশি একটি টাস্ক ফোর্স গঠন নিয়েও আলোচনা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page