টাকা দিলেই মিলবে স্বাস্থ্য পরিসেবা, নয়া নিয়ম আসছে রাজ্যে
top of page

টাকা দিলেই মিলবে স্বাস্থ্য পরিসেবা, নয়া নিয়ম আসছে রাজ্যে

ভিন রাজ্যের রোগীদের আর পশ্চিমবঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা মিলবে না। এবার থেকে ভিনরাজ্যের মানুষদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিসেবা নিতে গেলে টাকা গুণতে হবে। শুধুমাত্র রাজ্যের বাসিন্দারা বিনামূল্যে পরিসেবা পাবেন। মালদায় এসে এমনই জানালেন রাজ্য শিশু ও নারী সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী৷



তিনি জানান, সরকারের বাজেটের ৪০ শতাংশ বিহার, ঝাড়খণ্ড, ওডিশার বাসিন্দাদের চিকিৎসার জন্য খরচ হচ্ছে। ফলে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন। এবার অন্যান্য রাজ্য থেকে যাঁরা পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে আসবেন, তাঁদের টাকার বিনিময়ে এই রাজ্যের স্বাস্থ্য পরিসেবা নিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের জন্যই সরকার শুধু বিনামূল্যে পরিসেবা দেবে। ভিনরাজ্যের ইমারজেন্সি রোগীদের সরকারি হাসপাতালে পরিসেবা দেওয়া হবে। কিন্তু সাধারণ রোগীদের নার্সিংহোমে চিকিৎসা করাতে হবে। নতুন এই নির্দেশিকা শীঘ্রই প্রকাশিত হবে। তবে খুব অল্প টাকাতেই ভিনরাজ্যের বাসিন্দারা সরকারি স্বাস্থ্য পরিসেবা নিতে পারবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page