মেডিকেল কলেজের শৌচাগারে উদ্ধার রোগীর ঝুলন্ত মৃতদেহ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 17, 2019
- 1 min read
Updated: Sep 30, 2020
মালদা মেডিকেল কলেজের শৌচাগার থেকে উদ্ধার হল রোগীর ঝুলন্ত মৃতদেহ। মৃত রোগীর নাম মনোজিত দাস। বাড়ি বালুরঘাটে। গতকাল রাত দেড়টা নাগাদ মালদা মেডিকেলের শৌচাগার থেকে ওই রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার পেটের রোগ নিয়ে মালদা মেডিকেল কলেজে ভর্তি হন মনোজিত দাস। গতকাল রাতে পরিবারের লোকের অনুপস্থিতিতে শৌচাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন সেকথা জানাতে পারেনি কেউ। এদিকে, এই ঘটনায় মালদা মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রতীকী ছবি।
Comments