top of page

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা যাত্রীবাহী বাসের

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। কমবেশি আহত প্রায় সকলেই, গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু সহ মোট তিনজন। ঘটনাটি ঘটেছে হবিবপুরের বুলবুলচণ্ডী মিলপাড়া সংলগ্ন মালদা-কোটালপুর রাজ্য সড়কে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে মালদা থেকে কোটালপুর যাওয়ার পথে ওই রাজ্য সড়কের পাশে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুদিখানার দোকানে ধাক্কা মারে। সেই সময় বাসে চালক সহ প্রায় ৩৩জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে দোকানে থাকা দুই শিশু সহ এক যাত্রী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এদিকে, যাত্রীদের একাংশের দাবি, চালকের বদলে হেল্পার গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। চালক থাকলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না। ঘটনার পর থেকে চালক ও হেল্পার পলাতক।


passenger-bus-lost-control-and-hit-the-shop



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page