top of page

তিন মাস বন্ধ থাকতে পারে স্টেশন রোডের একাংশ!

কালভার্ট সংস্কারের কারণে তিন মাস বন্ধ থাকতে পারে স্টেশন রোডের একাংশ। মালদা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন বন্ধ থাকলে সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ। যদিও জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে, স্টেশন যেতে কোনোরকম সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষদের। কারণ, কালভার্টের অর্ধেক অংশের কাজ চললেও অর্ধেক অংশ খোলা থাকবে এবং সেখান দিয়েই যানবাহন চলাচল করবে।


ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর বাবলা সরকার জানান, ভবানী মোড়ের এই কালভার্টটির দীর্ঘদিন ধরে কোনোরকম সংস্কার হয়নি। পূর্ত দফতর ইতিমধ্যে পুরসভাকে এই কালভার্টের সংস্কার করার বিষয়টি জানিয়েছে। প্রায় তিন মাস লাগবে এই সংস্কারের কাজে। আগামী সপ্তাহ থেকে এই কাজ শুরু হবে। যানজট রুখতে ট্রাফিক পুলিশ ও ইংরেজবাজার পুরসভার কর্মীরা মোতায়েন থাকবে। ছোটো গাড়ি ও মোটরসাইকেলগুলিকে ঘুরিয়ে সুভাষপল্লী ভেতর দিয়ে পাঠানো হবে স্টেশনের দিকে।



[ আরও খবরঃ ব্রেন স্ট্রোকের চিকিৎসা শুরু হচ্ছে মালদা মেডিকেলে ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page