ওয়াকফ নথি আপলোডে সমস্যায় মোতুয়ালিদের একাংশ
- আমাদের মালদা ডিজিট্যাল

- 1 minute ago
- 1 min read
সমস্ত ওয়াকফ সম্পত্তির খতিয়ান কেন্দ্রীয় পোর্টালে তোলার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারও। সেই নির্দেশিকার ভিত্তিতে প্রশাসনের তরফে প্রতিটি ব্লকে নিয়োগ করা হয়েছে ব্লক লেভেল ফেসিলেটর৷ কেন্দ্রীয় উমিদ পোর্টালে তথ্য আপলোড করতে মোতুয়ালিদের সাহায্য করছেন ফেসিলেটররা। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যে মালদা শহরের পিরোত্তর জাহানপির পিরস্থান ওয়াকফ এস্টেট সহ বেশিরভাগ বড় ওয়াকফ সম্পত্তির তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তবে এখনও প্রচুর ওয়াকফ সম্পত্তির সমস্ত নথি সংগ্রহ করতে পারেননি অনেক মোতুয়ালি৷
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়াকফের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৮০ হাজার ৪৮০টি ওয়াকফ সম্পত্তি রয়েছে৷ যার জমির পরিমাণ প্রায় ৮২ হাজার একর৷ এই সম্পত্তির বড় অংশ রয়েছে মালদা ও মুর্শিদাবাদ জেলায়৷ এই সম্পত্তিগুলি দেখভাল করছে প্রায় ৪০০টি ওয়াকফ কমিটি সহ ৮০০টি মোতুয়ালি কমিটি৷ প্রতিটি ওয়াকফ জমিরই একটি কমিটি এবং মোতুয়ালি থাকে৷ মোতুয়ালিরা সম্পত্তির কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন৷ কিন্তু দীর্ঘদিন ধরে এসব ওয়াকফ সম্পত্তি কোনও না কোনও গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকায় অসৎ মোতুয়ালিরা তাঁদের দায়িত্বে থাকা এই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন অথবা লিজ দিয়েছেন বলে অভিযোগ৷

কেন্দ্রীয় সরকার কয়েক মাস আগেই গোটা দেশে ওয়াকফ সংশোধনী আইন লাগু করেছে৷ তবে রাজ্য সরকার এতদিন পশ্চিমবঙ্গে এই আইন লাগু করেনি। গত শুক্রবার হঠাৎ করে রাজ্য সরকার বাংলায় এই আইন বলবৎ করে৷ ৬ ডিসেম্বরের মধ্যে সমস্ত তথ্য পোর্টালে আপলোড করতে হবে।
মোতুয়ালিদের একাংশ বলছে, এতদিন মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গে কোনও মোতুয়ালিকে ওয়াকফ সম্পত্তির হিসাব কোথাও পেশ করতে হবে না৷ কিন্তু হঠাৎ করে রাজ্য সরকার নির্দেশিকা জারি করায় সমস্যায় পড়েছেন অনেক মোতুয়ালি। মালদা জেলা মোতুয়ালি অ্যাসোসিয়েশনের সম্পাদক সামিম আনিশ জানান, শনিবার থেকেই উমিদ পোর্টালে তথ্য আপলোডের কাজ শুরু হয়েছে৷ নন রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তির সমস্ত নথি অনেক মোতুয়ালিদের কাছে নেই। তাঁদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments